• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ১২:৫৯:৩২ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়ান টেলিভিশন-এর উপজেলা প্রতিনিধি কবির সরকার এর উদ্যোগে ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।১৩ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মো. কবির সরকার।কম্বল বিতরণে অংশগ্রহণ করেন, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, ফুলবাড়ী ফাইভ স্টার ক্লাবের সভাপতি মতিউর রহমান মুকুল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম আলী আল রেজা, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল পারভেজ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমেদ, তাজুল ইসলাম তাজ, সাংগঠনিক সম্পাদক কোয়াসিম সিদ্দিকী জনি, কোষাধক্ষ্য সামিউল ইসলাম, প্রচার সম্পাদক রাব্বি হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক সাজিদ আশরাফীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান