নারায়ণগঞ্জে শিশু গৃহকর্মী ধর্ষণ, ট্রাফিক পুলিশ গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে এক শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।২০ অক্টোবর সোমবার বন্দর উপজেলার রুপালি জান্নাত মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা মো. নান্নু হাওলাদার (৩৮) বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।গ্রেফতার হওয়া আসামি হলেন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মো. শেখ সাদীর ছেলে মো. রুহুল আমিন (৪১)।পুলিশ জানায়, ২০ অক্টোবর দুপুরে আসামি রুহুল আমিন ঢাকার কলাবাগান এলাকা থেকে ভুল বুঝিয়ে শিশুটিকে বন্দর উপজেলার রুপালি জান্নাত মসজিদ গলির সিরাজের বাড়িতে নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে।পরবর্তীতে রাতে ভুক্তভোগীকে পুনরায় কলাবাগানে দিয়ে আসার সময় শহরের ২নং রেলগেট এলাকায় পৌঁছালে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় জনতা আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে ভুক্তভোগীর চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত আসামি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে।’