• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা পৌষ ১৪৩২ রাত ১২:৪৩:১৮ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার-সম্পাদক হাবিব

স্টাফ রিপোর্টার, সাভার: ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আওতাধীন আশুলিয়া থানা শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মো. সানোয়ার হোসেনকে সভাপতি, মো. ইসমাইল হাবিবকে সাধারণ সম্পাদক এবং আলহাজ মাদবরকে সাংগঠনিক সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়েছে এ কমিটি।১৪ ডিসেম্বর রোববার রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়। আশুলিয়া থানা ছাত্রদলের এই আংশিক কমিটিতে বিভিন্ন পদে অন্তত ১১৬ জনের নাম প্রকাশ করা হয়েছে।ঢাকা জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব আশুলিয়া থানায় ছাত্রদলের সাংগঠনিক বিস্তার, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।নবনির্বাচিত কমেটির সভাপতি মো. সানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হাবিব দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।