• ঢাকা
  • |
  • বুধবার ৩রা পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৫:৫১ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

নাটোরে বিস্ফোরক মামলায় ২ আওয়ামী লীগ নেতা আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিস্ফোরক ও নাশকতা সংক্রান্ত মামলায় আওয়ামী লীগের ২ নেতাকে আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।আটকরা হলেন ২নং বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম মাসুদ রানা মান্নান এবং বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন মণ্ডল।পুলিশ সূত্র জানায়, বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা থাকায় অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিস্ফোরক ও নাশকতা সংক্রান্ত মামলার অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।’