টাঙ্গাইলে বিজয় দিবসে শিবিরের বর্ণাঢ্য মিছিল
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জেলা শাখা।১৬ ডিসেম্বর মঙ্গলবার শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। এরপর এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির টাঙ্গাইল জেলা শাখা।এসময় জেলা ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলাম ও সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ।মিছিলটি পৌর উদ্যান থেকে শহীদ মিনার হয়ে ভিক্টোরিয়া রোড হয়ে পুরাতন বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহ রোড হয়ে ডিস্ট্রিক্ট গেট দিয়ে শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে শিবিরের নেতাকর্মীরা ছাড়াও জেলা জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।