• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা পৌষ ১৪৩২ রাত ১২:৪৮:১৬ (18-Dec-2025)
  • - ৩৩° সে:

প্রবাসী আওয়ামী লীগের নেতাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের প্রবাসী শাখার নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম।গ্রেফতাররা হলেন—উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের শহীদ মেম্বারের ছেলে দুবাই প্রবাসী ও উপজেলা প্রবাসী আওয়ামী লীগের উপদেষ্টা মো. নান্নু (৫১), পৌর এলাকা দুর্গাপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ওয়ার্ড যুবলীগের সদস্য মো. বাহাউদ্দিন বাবুল (৫২), মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের হারুন চৌধুরীর ছেলে উপজেলা আওয়ামী লীগের কর্মী মামুন চৌধুরী (৪০), ধরখার ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক রাব্বি (২৬) ও একই গ্রামের মৃত আবু তাহের ভুঁইয়ার ছেলে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইসমাইল ভুঁইয়া (৪৫)।থানা সূত্রে জানা যায়, ৫ আগস্ট পটপরিবর্তনের পর বর্তমান সরকারকে গণবিপ্লবী আখ্যা দিয়ে উৎখাত চেষ্টার অভিযোগে গত বছরের নভেম্বর মাসের ১৮ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার বাদী আখাউড়া থানা পুলিশ। ওই মামলায় সোমবার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক দুবাই প্রবাসীসহ ৫ জনকে গ্রেফতার করেন।এ বিষয়ে ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, গ্রেফতার সবাই আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমান পরিস্থিতিতে তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি। এর প্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান