• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:৪২:১২ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না : মাও. রফিকুল ইসলাম খান

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ‘একটা দল আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। তাদের হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না।’১৭ অক্টোবর শুক্রবার বিকেলে নাটোরের বনপাড়ায় পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের সমাবেশে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, ‘আওয়ামী স্টাইলে নির্বাচনের জন্য জুলাই আন্দোলনে এত মানুষ জীবন দেয়নি। যারা অবৈধভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, জুলাই বিপ্লব একক কোনো দলের জন্য হয়নি। তাই নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সে সাথে পিআরের মাধ্যমে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।’বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, সেক্রেটারি সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান