• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:৪১:২৭ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক্টর চালকের কারাদণ্ড

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে বেলাল হোসেন বাবু (২৭) নামের এক ট্রাক্টর চালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।২০ অক্টোবর সোমবার উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন বাবু উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু লিচু বাগান এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল জানান, ‘সোমবার হারাগাছ পৌরসভার টাংরীর বাজার এলাকায় অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান চালাই। এ সময় বালু পরিবহনের দায়ে ট্রাক্টরচালক বেলাল হোসেন বাবুকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে বালু বোঝাই ট্রাক্টরও জব্দ করে পুলিশের হেফাজতে দেয়া হয়।’রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল জানান, ‘ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। বালু বোঝাই ট্রাক্টরটি জব্দ তালিকা করে থানা চত্তরে রাখা হয়েছে।’