• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:৪০:৩৩ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ ঘর পুড়ে ছাই

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ২টি পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগীদের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১২ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।১৫ অক্টোবর বুধবার উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ছোট দেরানি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, প্রথমে সবুজ ও সাজু নামে দুই জনের বাসায় আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। দ্রুত সৈয়দপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তাদের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, আগুনের ভয়াবহতা ব্যাপক ছিল। তাই মুহূর্তের মধ্যেই ২টি পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে। পরিবার ২টি এখন খোলা আকাশের নিচে। আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদেরকে শুকনা খাবার দিয়েছি।সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসি। কিভাবে আগুনের সূত্রপাত এবং কত টাকা ক্ষতি তা এখনও নিরুপন করা যায়নি।’