• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ০২:২৮:০২ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

উত্তরায় ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : উত্তরায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।২৪ অক্টোবর শুক্রবার দিবাগত ভোর রাতে উত্তরা পূর্ব থানাধীন ৮ নম্বর সেক্টরের পলওয়েল কারনেশন শপিং মলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে সাদমান তাহসিফ (২২) এবং নাটোর সদর উপজেলার দক্ষিণ বড়গাছা এলাকার আব্দুল হান্নানের ছেলে মাহবুব হাসান প্রিন্স (২২)।আটক সাদমান তুরাগ থানাধীন কালাম মার্কেট এলাকায় ভাড়া থাকেন। অপরজন মাহবুব উত্তরা ১২ নম্বর সেক্টরে থাকতেন বলে জানা গেছে।ট্রাফিক উত্তরা পূর্ব জোনের সার্জেন্ট শাহাদাত হোসেন শান্ত জানান, রাতে আবদুল্লাপুর ক্রসিং এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ দেখে ওই দুই যুবক দৌঁড়ে দিলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। পরে দেহতল্লাশী করে তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা সেবনের রোলিং পেপার, ৯ হাজার ৫২০ টাকা, একটি আইফোন ও একটি রেডমি নোট স্মার্টফোন উদ্ধার করা হয়।তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক দুই আসামি ও জব্দকৃত আলামত উত্তরা পূর্ব থানার সাব-ইন্সপেক্টর আবদুল করিমের নিকট হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।


দর্শনীয় স্থান


জেলার ইতিহাস