ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ২০০
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০০ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি।১৫ ডিসেম্বর সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪ জন, উত্তর সিটি করপোরেশনে ২৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৭ জন রয়েছেন।এই সময়ে ২১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখনও পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৮৬৯ জন।