• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:০৬:৩১ (26-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ফার্মগেট স্টেশন এলাকায় যুবকের মৃত্যু, মেট্রো চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের ফার্মগেট স্টেশন এলাকায় দুর্ঘটনায় এক যুবকের নিহতের জেরে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।জানা গেছে, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের কাছে পিলার থেকে শক অ্যাবজর্ভার প্লেট পড়ে ঘটনাস্থালেই একজন নিহত হন। এ ঘটনার পর মেট্রো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতেখার হোসেন জানান, একটি  বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রো রেলের সব চলাচল বন্ধ রাখা হয়েছে।এর আগে গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।