• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:২৩:৩১ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

ভৈরবে যুবকের মরদেহ উদ্ধার

৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:১২:৩০

সংবাদ ছবি

ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

৬ অক্টোবর সোমবার সকালে পৌর শহরে আমলা পাড়া অবদার মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত যুবকের নাম রাসেল মিয়া (২৫)। সে আমলা পাড়া এলাকার ভোলা মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি।

Ad

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মিয়া একজন অটো রিকশা চালক ছিলেন। সে দীর্ঘদিন যাবত মানুষিক রোগে ভুগছে। অস্বাভাবিক আচরণের কারণে ১ বছর আগে ১ মাস বয়সি কন্যা সন্তান নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি কুমিল্লায় চলে যান। এর পর থেকে তার মানুষিক রোগ আরো বেড়ে যায়। ধীরে ধীরে রাসেল মাদকাসক্ত হয়ে পড়ে। ৫ অক্টোবর রাতে না খেয়েই নিজ ঘরে শুইতে যায়। ছোট ভাই সকাল ছয়টায় ডাকতে গিয়ে দেখে রাসেল নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলে আছে। পরে থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন শাহদাত হোসেন বলেন, রাসেলদের চার ভাই। সে ভাইদের মধ্যে তৃতীয়। ছেলেটি অনেক ভাল ছিল। তবে তার অস্বাভাবিক আচরণ ও মাদকের সাথে জড়িত ছিল বলেন বাবা-মা তাকে দুয়েকবার জেলেও রেখে এনেছে। তবে সঠিক চিকিৎসা পেলে ছেলেটিকে ভাল করা যেতো। পাগলামির জন্য বউ ছেড়ে গেছে। কিন্তু ছেলেটি বিয়ের আগে সুস্থ ছিল।

ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:০৩:২৫

সংবাদ ছবি
ডিমলায় পিকআপের ধাক্কায় নানী-নাতনীর মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ দুপুর ০২:২৮:১৭







Follow Us