নওগাঁ প্রতিনিধি : পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ শহরের বই পট্টি এলাকায় অবস্থিত আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালার আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন। সিরেং শেয়ারিং সিস্টেমস ফর ডেভেলপমেন্ট এবং নেটজ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালাটি বাস্তবায়ন করা হয়।
কর্মশালায় পরিবেশগত মানবাধিকার, ন্যায়সঙ্গত রূপান্তর এবং স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনসমূহকে শক্তিশালীকরণের বিষয়গুলো গুরুত্ব পায়।
এসময় সংস্থার প্রজেক্ট কোর্ডিনেটর রুহুল আমিন, এরিয়া অফিসার মাকসুদা খানম ও টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন পরিবেশ বিষয়ক কর্মশালায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা দিক নির্দেশনামূলক আলোচনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available