• ঢাকা
  • |
  • বুধবার ৩রা পৌষ ১৪৩২ দুপুর ০১:২১:১৪ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।১৬ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষকের নাম মো. নুরুল কবির (৪০)। তিনি উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল কবির পদুয়া রাজারহাট বাজার থেকে সদাই কিনে সিএনজি অটোরিকশার সামনের আসনে বসে নিজ গন্তব্যে ফিরছিলেন। পথে নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে একটি মোড় ঘোরানোর সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এসময় তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে পাশের একটি আমগাছে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহত শিক্ষকের সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।