• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩২ রাত ০১:০৫:৩৭ (29-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মধুপুরে মাদ্রাসার শিক্ষর্থীদের জন্য তরুণদের পাম্প স্থাপন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শুধু মাত্র স্বেচ্ছায় রক্তদানই নয়, বিস্তৃত পরিসরে মানবিক কাজে এগিয়ে আসছে টাঙ্গাইলের স্বেচ্ছায় রক্ত দান (মধুপুর-ধনবাড়ী-ঘাটাইল) সংগঠন। সম্প্রতি তারা মধুপুরের পঁচিশ বাজার এলাকার মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় একটি সাবমারসিবল পাম্প স্থাপন করে। ফলে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধান হয়েছে।২৬ অক্টোবর রোববার প্রতিষ্ঠানটিতে পাম্প স্থাপনের কাজ সম্পন্ন হয়। পানির পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছের চারাও রোপণ করে ওই সংগঠনের স্বেচ্ছাসেবীরা।জানা যায়, স্বেচ্ছায় রক্তদান সংগঠনটির স্বেচ্ছাসেবীরা রক্তদান, দরিদ্রদের সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কাজ করে থাকে। মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল এই তিন উপজেলার মধ্যে রক্তসক্রান্ত সকল মানবিক কার্যক্রম সম্পন্ন করে। তারই ধারাবাহিকতায় রোববার ওই মাদ্রাসায় সাবমারসিবল পাম্প বসানো হয়।সংগঠনের সদস্য ইমরান হাসান বলেন, ওই মাদ্রাসায় পানির সমস্যা ছিল জানতে পেরে গ্রুপের সকলের সহযোগিতায় ফান্ড কালেকশন করি আমরা। সেখানে একটি সাবমারসিবল পাম্প সেট করে দেই। এছাড়া সংগঠনের পক্ষ থেকে সেখানে কয়েকটি গাছ লাগানো হয়।এ বিষয়ে মাদ্রাসার প্রধান মোহতামিম মো. সাইফুল ইসলাম বলেন, ‘এক বছর যাবৎ মাদ্রাসাটি শুরু করেছি। পানীয় জলের সুব্যবস্থা ছিল না বিধায় স্বেচ্ছায় রক্তদান গ্রুপের তরুণরা একটি সাবমারসিবল পাম্প দিয়েছে। ফলে আমাদের প্রতিষ্ঠানের অনেক উপকার হয়েছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।’