• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা পৌষ ১৪৩২ ভোর ০৫:৩৭:২৭ (18-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

চুয়াডাঙ্গার সন্তোষপুরে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে।১৮ নভেম্বর মঙ্গলবার ভোর সাড়ে ৪ টা থেকে ৫ টার মধ্যে এই ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা গাড়ীর চালকের হাতে আঘাত করে বাসটি থামাতে বাধ্য করে। অস্ত্রের মুখে জিম্মি করে ৭-৮ জন যাত্রীর কাছ থেকে আনুমানিক ২০-২৫ হাজার টাকা ও ৭-৮ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।জানা গেছে, সন্তোষপুর হতে আন্দুলবাড়িয়া সড়কের ইকো পার্কের সামনে গাছ ফেলে সড়ক অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে ডাকাতি করা হয়।আনুমানিক ৭-৮ জন ডাকাত সড়কের পাশে থাকা দুটি ছোট সাইজের গাছ কেটে রাস্তায় ওপর রেখে প্রথমে একটি পিকআপ গাড়ী গতিরোধ করে। পরে পিকআপ গাড়িটা ব্যবহার করে রাস্তা অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীহাহী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্র্রো-ব ১৫-৫২৪১) দাঁড় করায়। এরপর ডাকাত দলের সদস্যরা দেশীয় চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে প্রথমে পরিবহনের চালক ফয়সালকে লাঠি দিয়ে হাতে আঘাত করে।পরে ডাকাত দলের সদস্যরা বাসে থাকা যাত্রীদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তারা গাড়ির দুটি সাইড গ্লাস ভাংচুর করে।জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, সন্তোষপুরে ইকোপার্কের নিকট পরিবহন বাসে ডাকাতির ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে পৌঁছায়। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।