• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা পৌষ ১৪৩২ বিকাল ০৩:২৭:০০ (18-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

পীরগাছায় ২ মাদক কারবারি গ্রেফতার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।১৭ ডিসেম্বর বুধবার রাতে পীরগাছা থানার চন্ডিপুর বাজার এলাকায় স্থানীয় জনতার সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন, উপজেলার কিশামত পারুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. হেলাল মিয়া (৩৫) এবং একই উপজেলার চন্ডিপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মো. সাগর মিয়া (১৯)।এসময় তাদের কাছ থেকে ৪১১ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২৯,১৪০ টাকা, ১ পুরিয়া গাঁজা, ৩টি মোবাইল ফোন এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।পীরগাছা থানার অফিসার ইনচার্জ জানান, ‘গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’