• ঢাকা
  • |
  • বুধবার ৩রা পৌষ ১৪৩২ দুপুর ০২:৫৬:৩৬ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহারে বাড়তি সতর্কতা জারির আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে সামরিক তৎপরতা জোরদারের প্রেক্ষাপটে ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহারকারী বেসামরিক বিমানগুলোর জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র।স্থানীয় সময় ১৬ ডিসেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ সতর্কতা জারি করে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।সতর্কবার্তায় এফএএ জানায়, “নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ভেনেজুয়েলার আশপাশে ও অভ্যন্তরে সামরিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায়” বিমান সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে।উল্লেখ্য, গত মাসেও একই ধরনের সতর্কবার্তা জারি করেছিল এফএএ। তবে সম্প্রতি জেটব্লু এয়ারলাইন্সের এক পাইলট জানান, ভেনেজুয়েলার কাছাকাছি আকাশে তার বিমানটি মার্কিন বিমান বাহিনীর একটি রিফুয়েলিং বিমানের সঙ্গে সংঘর্ষের ঝুঁকিতে পড়েছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।যুক্তরাষ্ট্রের বারবার সতর্কতার ফলে ভেনেজুয়েলার বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে ব্যাহত হচ্ছে। অনেক এয়ারলাইনস আঞ্চলিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে দেশটির আকাশসীমা পুরোপুরি এড়িয়ে চলছে। এ অবস্থায় পানামার বিমান সংস্থা কোপা মঙ্গলবার ঘোষণা দিয়েছে, কারাকাসে আসা-যাওয়ার ফ্লাইট স্থগিতাদেশ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে ক্যারিবীয় সাগরে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ মোতায়েন এবং দেশটির উপকূল বরাবর সামরিক বিমান টহল জোরদার করেছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে কথিত ‘কার্টেল অব দ্য সানস’ নামের সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনে এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য তথ্য দিলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণাও করে।এ ছাড়া ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারী নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযান চলছে। কয়েক মাস ধরে চলা এসব অভিযানে অন্তত ৯৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।