• ঢাকা
  • |
  • বুধবার ৩রা পৌষ ১৪৩২ দুপুর ০২:৫৬:৩২ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কালিয়াকৈরে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা মাইওয়ান মোড় এলাকা থেকে ইয়াকুব হোসেন (প্রায় ৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দরা মাইওয়ান মোড় এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করতেন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ইয়াকুব হোসেন।১৭ ডিসেম্বর বুধবার সকালে তার কক্ষ থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে কালিয়াকৈর থানায় খবর দেন।সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের ভেতর থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ইয়াকুব হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে কালিয়াকৈর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ইয়াকুব হোসেন ২ থেকে ৩ দিন আগে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।