• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩২ রাত ১২:৪৯:৫৬ (30-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শাহরাস্তিতে অটোরিকশা ছিনতাইয়ে গ্রেফতার-২, অটোরিকশা উদ্ধার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে চালককে কুপিয়ে জখম করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার, স্থানীয় বাসিন্দা সূত্র জানা গেছে, ২৭ অক্টোবর সোমবার শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এসআই মিঠুন দাসের নেতৃত্বে লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা উত্তরপাড়া গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে শাকিল আহমেদ ফারুক (২৭)-কে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে আসামি জানায়, ছিনতাই করা অটোরিকশাটি পলাতক সহযোগী আবুল খায়ের ওরফে কানা খায়েরের (৪৩) কাছে রয়েছে। পরে পুলিশ কচুয়া উপজেলার চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করে।এ ঘটনায় দায়ের হওয়া শাহরাস্তি মডেল থানার দস্যুতা মামলায় গ্রেফতার শাকিলকে আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, ঘটনার পর থেকেই আমরা অভিযান চালাচ্ছি। অভিযানে আশা করি খুব দ্রুতই মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং বাকি আসামিদের গ্রেফতার সম্ভব হবে।