• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা পৌষ ১৪৩২ বিকাল ০৪:৪১:০৩ (18-Dec-2025)
  • - ৩৩° সে:

সাকিবকে আর কখনো দেশের হয়ে খেলতে দেওয়া হবে না : ক্রীড়া উপদেষ্টা

৩০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৩:২২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানকে আর দেখা যাবে না। জাতীয় দলের হয়ে আর মাঠ মাতাবেন না। যদিও এটা সাকিবের নিজের কথা নয়। তাকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Ad

২৯ সেপ্টেম্বর সোমবার রাতে এ কথা জানান তিনি।

Ad
Ad

সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতোপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনও বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।’

কেন এমন সিদ্ধান্ত নিলেন, সেটাও বলেছেন আসিফ মাহমুদ, ‘যতবার তিনি (সাকিব) দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন, বলেছেন “আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে। আমি রাজনীতির সঙ্গে জড়িত না। আমি শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি।” কিন্তু আসল সত্যটা তো হচ্ছে, তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠেভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম।’

শেখ হাসিনার সঙ্গে ছবি পোস্ট করা ও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে সাকিব বলেন, ‘সে (শেখ হাসিনা) তো সব সময় সিরিয়াসলি খেলা ফলো করেছে, খেলা দেখছে। তাই না? খেলার সঙ্গে যুক্ত এবং ওতপ্রোতভাবেই যুক্ত ছিলেন। তো সেখান থেকেই একটা সম্পর্ক হয়েছে। সেটা রাজনীতির আগে থেকেই। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি। তাছাড়া অন্যকোনো উদ্দেশ্য, কাউকে কোনও ইঙ্গিত, এমন কোনও কিছুই না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
বিএনপির হারুনুর রশীদের মনোনয়ন সংগ্রহ
১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৭:৫৭


সংবাদ ছবি
মেহজাবীন চৌধুরীর মামলার শুনানি পিছিয়েছে
১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:৪৮

সংবাদ ছবি
নওগাঁয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়
১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:৪০

সংবাদ ছবি
নওগাঁ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা
১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৫:১০


Follow Us