• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ রাত ০৮:৩৫:২৯ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

ওসমান হাদি হত্যা

শনিবার সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা, কবি নজরুলের পাশে দাফন

১৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:৫১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হয়েছে। তার জানাজা ২০ ডিসেম্বর শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। পরে তাকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে।

Ad


১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।

Ad
Ad

ইনকিলাব মঞ্চের এক পোস্টে বলা হয়, ‘শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমঘরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন।

পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদীকে কবি নজরুলের পাশে সমাহিত করার ও মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।

ছাত্রজনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে, একই সাথে সহিংসতা করার সুযোগ ও না পায়।

মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।’

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত ১২ ডিসেম্বর শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
১৯ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৩৪:৫২


সংবাদ ছবি
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
১৯ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০০:৫৩

সংবাদ ছবি
ইংলিসের বিয়ের খবরে চটে যান পাঞ্জাবের মালিক
১৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:০৪

সংবাদ ছবি
ফের ভোটে ফিরলেন বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান
১৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০০





সংবাদ ছবি
ঢাকায় পৌঁছালো ওসমান হাদির মরদেহ
১৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:৩৯


Follow Us