• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:৩০:২৬ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, আহত শতাধিক

২৭ অক্টোবর ২০২৫ সকাল ০৯:১৫:৫৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে অন্তত শতাধিক আহত হয়েছেন। ২৬ অক্টোবর রোববার রাতে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ভাঙচুর ও বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।  

Ad
Ad

স্থানীয়রা বলেন, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

Ad

জানা গেছে, রাত ৯টার দিকে ‘ব্যাচেলর প্যারাডাইস’ নামের একটি ভবনের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু ফেলা নিয়ে ঘটনার শুরু হয়। ওই থুথু ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এই নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের আবাসিক ভবনে হামলা ও ভাঙচুর চালায়। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাজারেরও বেশি শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ তাদের প্রথমে তাদের বাধা দেয়। বিরাজ করে টানটান উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকিং করে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়। তবে একপর্যায়ে সকল বাঁধা উপেক্ষা করে রাত সাড়ে তিনটার দিকে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে হামলা চালানো হয়। ভোর পাঁচটা পর্যন্ত চলে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ।

সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর দ্বিতীয় দফায় হামলায় অসংখ্য শিক্ষার্থী আহত হন। ক্যাম্পাসে পার্কিং করে রাখা বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে নির্বিচারে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েও পাননি বলে জানান শিক্ষার্থীরা।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

সিটি ইউনিভার্সিটির ফুটবল দলের কোচ কামরুজ্জামান কাজল জানান, তাণ্ডবের হাত থেকে একটি গাড়িও রক্ষা পায়নি। ক্যাম্পাসেও আগুন দিয়ে লুটপাট করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে থাকা মধুমতি ব্যাংকের বুথে ও হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে অগ্নিসংযোগের তথ্য পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো জানা যায়নি।

এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ক্যাম্পাস ছাড়াও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীবাহী যানবাহন চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি থমথমে। অপ্রীতিকর মোকাবিলায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বাংলাদেশ ও পাকিস্তানের নবম জেইসি বৈঠক শুরু
২৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১১:৪৪










Follow Us