• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ বিকাল ০৩:১৯:৫৬ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

এসজেডএইচএম ট্রাস্টের উদ্যোগে আলোর পথের মহিলা মাহফিল অনুষ্ঠিত

২৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:২৪:৩৯

সংবাদ ছবি

ডেস্ক রিপোর্ট: শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন আলোর পথের ব্যবস্থাপনায় “কোরআন ও হাদিসের আলোকে ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে নারী ও পুরুষের ভূমিকা : বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর শনিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

Ad
Ad

মাহফিলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন বিশিষ্ট ইসলামী স্কলার সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী। তিনি বলেন, ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে নারী-পুরুষের অবদান অনস্বীকার্য। তবে ক্ষেত্র বিশেষে পিতার চেয়ে মাতার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ । এ প্রসঙ্গে তিনি হযরত বড়পীর শায়খ সৈয়দ আব্দুল কাদের জিলানী (র.), হযরত ইমাম বুখারী (র.), ইমাম মালেক (র.) ও হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল (র.) প্রমুখ মণীষীদের মহীয়সী মায়েদের অনন্যসাধারণ ভূমিকার কথা তুলে ধরেন

Ad

তিনি বলেন, মুমিন নরনারী একে অপরের বন্ধু, তারা পরস্পর সহযোগী-প্রতিযোগী নয়। তাদের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকবে। সুতরাং ভারসাম্যপূর্ণ, স্থিতিশীল সমাজ গঠনে নারী-পুরুষ উভয়কে আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী নিজেদের গঠন করতে হবে, সালেহ পিতা-মাতার সালেহীন সন্তানরা এ ধরনের সমাজ গঠনে অবদান রাখতে পারে। বর্তমান অস্থিতিশীল, ভোগবাদী সমাজে তাঁদের এই পুণ্যময় আধ্যাত্মিক সম্পর্কই স্থিতিশীলতা ও প্রশান্তি ফিরিয়ে আনতে সক্ষম। সংঘাত মুক্ত, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে ইসলামের সোনালি যুগের মহাত্মা নারী-পুরুষের দৃষ্টান্ত অনুসরণ করতে হবে।

সাদিয়া সুলতানা ও আলিশা আকতারের সঞ্চালনায় মাহফিলে কোরআন তেলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সুমাইয়া বিনতে মোস্তফা ও রাজিয়া সুলতানা পপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন উম্মে আল আসফিয়া।

পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই : ইসি সচিব
২৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:১০:৫০









Follow Us