ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা আমিন মডেল এলাকায় সরকারি বিদ্যালয়ের নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে মোহাম্মদ শামীম হোসেন (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ধামরাই পৌরশহরের আমিন মডেল টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন টাঙ্গাইল সদর থানার গালুটিয়া গ্রামের মো. মনির মণ্ডলের ছেলে। তিনি নবম তলায় টাইলসের কাজ করছিলেন। স্থানীয়রা জানায়, সকাল থেকে বাঁশের মাচা ব্যবহার করে তিনি কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে যান।


আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানাকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামীমের সহকর্মী জাহিদ হোসেন বলেন, ‘আমরা দুজন নবম তলায় কাজ করছিলাম। হঠাৎ মাচা ভেঙে শামীম নিচে পড়ে যায়। আমি বাঁশ ধরেই ঝুলে ছিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। নিরাপত্তা না থাকায় আজকে কাজ করতে চাইছিলাম না।’
নুরানী কনস্ট্রাকশন এর ইঞ্জিনিয়ার মো. হামিদ জানান, ‘আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না, তবে শুনেছি নবম তলা থেকে এক শ্রমিক পড়ে আহত হয়েছেন। আমরা দ্রুত তাকে সুচিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।’
ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই মো. ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ গণস্বাস্থ্য হাসপাতাল আশুলিয়ায় রাখা আছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available