• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ রাত ০৯:৫১:৫৯ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

পদ্মা সেতুতে থেমে যাওয়া বাসে অপর বাসের ধাক্কা, নিহত ১

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে থেমে যাওয়া বাসকে পেছনে থেকে আরেকটি বাস ধাক্কা দিয়েছে। এ ঘটনায় তোফায়েল মিয়া (২৭) নামের এক যুবক মারা গেছেন।১৫ ডিসেম্বর সোমবার মধ্যরাত রাত ২টার দিকে সেতুর ২৯ নম্বর পিলারের কাছে দুর্ঘটনাটি ঘটে।মারা যাওয়া তোফায়েল মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া থাকেন। তোফায়েল দুর্ঘটনাকবলিত বসুমতী পরিবহনের হেলপার ছিলেন।সেতু কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহন নামের একটি বাস পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারের কাছে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। এসময় পেছনে থাকা ভাঙ্গাগামী বসুমতী পরিবহনের একটি বাস দাঁড়িয়ে পড়া বাসটির পেছনে ধাক্কা দেয়। ফলে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।পদ্মা সেতুর দক্ষিণ থানার সাব ইন্সপেক্টর কবির আহমেদ বলেন, “সেতুর ২৯ নম্বর পিলারের কাছে ভাঙ্গাগামী বসুমতী পরিবহন নামের একটি বাস সামনের বাসটির পেছনে ধাক্কা দেয়। বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো গয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”