• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ ভোর ০৫:১৭:১৮ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে কারখানায় ইঞ্জিন বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক

২৯ নভেম্বর ২০২৫ সকাল ১১:১৭:০৩

সংবাদ ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি কারখানায় ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। ২৮ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব চান্দরা বোর্ড মিল এলাকায় এ ঘটনা ঘটে।

Ad

দগ্ধ শ্রমিকরা হলেন— উপজেলার মাটিকাটা এলাকার মো. বাবুল হোসেন (১৮) এবং পূর্ব চান্দরা এলাকার মো. রবিউল ইসলাম (২৩)।

Ad
Ad

কারখানার শ্রমিকদের বরাত দিয়ে জানা যায়, পূর্ব চান্দরা বোর্ড মিল এলাকায় অবস্থিত মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় তারা প্লাস্টিকের পানির ট্যাংক তৈরির কাজ করছিলেন। বিকেলের দিকে পানির ট্যাংক তৈরির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন অতিরিক্ত গরম হলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। আশপাশের শ্রমিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে দুই শ্রমিক দগ্ধ হন।

দগ্ধ বাবুল ও রবিউলকে দ্রুত উদ্ধার করে কালিয়াকৈরের সফিপুর এলাকার খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের চিকিৎসক তানিয়া আক্তার জানান, বাবুলের শরীরের প্রায় ৪৫ শতাংশ এবং রবিউলের ১৫ শতাংশ পুড়ে গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, পানির ট্যাংক তৈরির একটি ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয়। এতে আগুন ধরে গেলে আমাদের দুই শ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ফায়ার সার্ভিস আসার আগেই শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফাইটার মনির হোসেন জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৭







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫



Follow Us