বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগান নিয়ে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২৬ অক্টোবর রোববার দুপুরে দলের চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা শাখার আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।


আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক ও জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমন।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ-এর সামনে থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা শাখার সদস্য সচিব আমীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোনাহার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম সদস্য সচিব আতিকুজ্জামান দীপ্ত, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে সংক্ষিপ্ত সভা করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমনকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র রক্ষায় দলটির নেতা কর্মীরা সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available