• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা পৌষ ১৪৩২ রাত ১২:৫৬:১২ (18-Dec-2025)
  • - ৩৩° সে:

নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

১৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৫

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৩তম আসর উপলক্ষে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় এই আয়োজনটি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কারণে নিরাপত্তা শঙ্কায় বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ad

জানা গেছে, বর্তমান প্রেক্ষাপটে বড় পরিসরের জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজনকে ঝুঁকিপূর্ণ মনে করছে আয়োজকরা। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় সমবেত হওয়ার সম্ভাবনার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

Ad
Ad

এছাড়া এই পরিস্থিতিতে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সরকারের উচ্চপর্যায়ের ক্লিয়ারেন্স বা সবুজ সংকেত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে সবদিক বিবেচনা করে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও আয়োজক পক্ষ থেকে টেকনিক্যালসহ সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছিল, তবে সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিসিবি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করাও কঠিন হয়ে পড়তে পারে।

এর আগে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য ২০ ও ২৩ ডিসেম্বরের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা হয়েছিল। তবে নিরাপত্তা ঝুঁকি এবং স্টেডিয়ামের বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে এমন আশঙ্কায় সেসব তারিখও বাতিল করা হয়।

সবশেষে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সবুজ সংকেত না পাওয়ায় বিপিএল ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
‘শেফস টেবিল কোর্টসাইড’-এ বিজয় দিবস উদযাপন
১৭ ডিসেম্বর ২০২৫ রাত ১১:৩৭:১১






সংবাদ ছবি
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
১৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৪২



Follow Us