• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:৩১:৫০ (28-Oct-2025)
  • - ৩৩° সে:

শাপলা নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নেবে: সারজিস

২৮ অক্টোবর ২০২৫ সকাল ০৯:১০:২৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

২৭ অক্টোবর সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা ও উপজেলা কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

Ad
Ad

তিনি বলেন, তাদের দল শাপলা প্রতীক চেয়েছে এবং আইনগতভাবে এ প্রতীক ব্যবহারে কোনও বাধা নেই। শাপলা প্রতীক নিয়েই তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

Ad

সারজিস আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারে না। আমরা মনে করি, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়া শুধু নির্বাচনকেন্দ্রিক হতে পারে না। আমরা চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তোরণের জন্য নির্বাচন হোক।

তিনি আরও বলেন, আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি। কারণ, যেই জুলাই সনদে এখন পর্যন্ত আইনগত ভিত্তি আমাদের কাছে স্পষ্ট নয়, সেই সনদে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোতে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। এ সংস্কারগুলো বাস্তবায়নের ভবিষ্যৎ কী হবে, এটি পরিষ্কার নয়।

তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হলেও এনসিপির জন্য সমস্যা নেই। কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের রূপরেখা এবং বিচারিক প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে। এই রূপরেখা ছাড়া শুধু নির্বাচনকেন্দ্রিক কথা বলা, এনসিপির অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কোনোভাবেই প্রাসঙ্গিক নয়।

অনুষ্ঠানে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল সভাপতিত্ব করেন। বিশেষ বক্তব্য দেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
শ্রীবরদীতে হাতির তাণ্ডব, উদাসীন বন বিভাগ
২৮ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৫:৪৬





সংবাদ ছবি
লরির ধাক্কায় উল্টে পড়ল ট্রেন, নিহত ১
২৮ অক্টোবর ২০২৫ সকাল ১০:৩৫:২৩




Follow Us