• ঢাকা
  • |
  • বুধবার ৩রা পৌষ ১৪৩২ বিকাল ০৪:২৭:০৩ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

মৌসুমের সবচেয়ে ঘন কুয়াশার আশঙ্কা

৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৩:৩৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিনিধি: শীত মানেই কুয়াশাচ্ছন্ন সকাল আর পাতার উপর শিশির জমে থাকা, আর রাত হলেই কুয়াশার সঙ্গে তীব্র শীত। সঙ্গে হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় ঘন কুয়াশা নিয়ে নতুন বার্তা দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। 

Ad

৯ ডিসেম্বর মঙ্গলবার ‍দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মেঘের গতিপথের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে গরম ও জলীয় বাষ্পযুক্ত বাতাস উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। একইসাথে উত্তর-পশ্চিম ভারতের দিক থেকে ঠাণ্ডা বাতাস দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে।’ 

Ad
Ad

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ওপরে বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বমুখী গরম ও আর্দ্র এবং হিমালয়ের পাদদেশ থেকে আগত ঠাণ্ডা ও শীতল বাতাসের সংস্পর্শে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বুধবার থেকে বাংলাদেশে চলতি মৌসুমের প্রথম মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা পড়া শুরু হতে পারে।’

মোস্তফা কামাল পলাশ আরও বলেন, ‘রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে বুধবার কুয়াশা প্রবেশ শুরু করবে এবং ধীরে-ধীরে তা দেশের উত্তর-পূর্ব দিকের জেলাগুলোতে বিস্তার লাভ করতে পারে।’ 

এছাড়া বৃহস্পতি ও শুক্রবার এই কুয়াশা খুলনা, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের জেলাগুলোর মধ্যে বিস্তার লাভ করার আশঙ্কা করা যাচ্ছে। শুক্রবার নাগাদ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে বিস্তার লাভ করতে পারে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নওগাঁয় বাস চাপায় কারারক্ষী নিহত
১৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৭:৩৫







সংবাদ ছবি
ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৩:১৩


Follow Us