• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩২ ভোর ০৪:৫৭:০৫ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

শিগগিরই নতুন প্রাণী আসছে চিড়িয়াখানায়: প্রাণিসম্পদ উপদেষ্টা

২৫ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫৩:৪৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিনিধি : শিগগিরই জাতীয় চিড়িয়াখায় নতুন প্রাণী আসবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। অনেকগুলো প্রাণীর স্বাভাবিক আয়ু ফুরিয়ে যাওয়ায় এই উদ্যোগ নেয়া হয়েছে।

২৫ অক্টোবর শনিবার দুপুরে চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

Ad
Ad

ফরিদা আখতান বলেন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জাতির একটি অমূল্য সম্পদ, যেখানে দেশের সভ্যতা, সংস্কৃতি ও আচরণের প্রতিফলন ঘটে। আমরা এমন একটি চিড়িয়াখানা গড়ে তুলতে চাই যা সবার জন্য হবে সুন্দর, শিক্ষণীয় এবং বিনোদনমূলক।

Ad

দর্শনার্থীদের আচরণ প্রসঙ্গে প্রাণিসম্পদ উপদেষ্টা  বলেছেন, অনেক সময় দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দে প্রাণীদের উত্যক্ত করে থাকেন। কোনো প্রাণীকে যেন উত্যক্ত করা না হয়, সে বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা এবং একইসাথে দর্শনার্থীদের আরও সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানান উপদেষ্টা।

তিনি বলেন, চিড়িয়াখানায় জনবলের ঘাটতি রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা হবে। চিড়িয়াখানার সার্বিক পরিবেশ উন্নয়নে আরও কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানান উপদেষ্টা। চিড়িয়াখানা পরিদর্শনের পাশাপাশি প্রাণি সম্পর্কে জ্ঞান অর্জন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
দেশের বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী
২৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২:১৩








Follow Us