• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০৩:০৯:০২ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

সড়কে পরিবহন সংকট, ভোগান্তিতে ঈদে ঘরমুখো মানুষ

৪ জুন ২০২৫ রাত ০৮:১৫:৫৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার মানুষ। তবে সড়কে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ির জন্য।

৪ জুন বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে এমন চিত্র দেখা গেছে।

Ad
Ad

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, পাকিজার মোড়, সাভার বাজার বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, শ্রীপুর ও জিরানী বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

Ad

পাকিজার মোড়ে দেড় ঘণ্টা বাসের অপেক্ষায় রয়েছেন রফিক মিয়া। তিনি বলেন, আমি যশোর যাব। কিন্তু আগে বাসের টিকিট কাটতে পারিনি। এখন বাসের জন্য অপেক্ষা করছি।

অপরদিকে শামীমা নামে এক স্কুল শিক্ষিকা বলেন, বিকেল ৫টার থেকে বাসের জন্য অপেক্ষা করছি। যেসব বাস আসে সেগুলোতে সিট পাওয়া যায় না। আবার অনেক গাড়ি গাবতলী থেকে যাত্রী ভর্তি হয়ে ছেড়ে আসে। সাভারে ওই গাড়িগুলো থামে না। এখন ৭টা বাজে, কিন্তু বাস পাইনি।

নবীনগরে বাসের জন্য অপেক্ষা করছিল পোশাক শ্রমিক রাবেয়া আক্তার। তিনি বলেন, কারখানা থেকে আজকে আগে বের হয়েছি গ্রামের বাড়ি যাওয়ার জন্য। কিন্তু প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করছি, তাও বাস পাইনি। বাসে সিট না থাকলেও অতিরিক্ত ভাড়া চায় কন্ডাক্টররা। তাই বাসের জন্য অপেক্ষা করছি।

রাজধানী বাসের চালক সবুজ বলেন, বিকেল থেকে সড়কে যাত্রীর চাপ বেড়েছে। সড়কে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। পরিবহনের সংকট দেখা দিয়েছে।

সাভার হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সালেহ আহমেদ বলেন, বিকেল থেকে সড়কে যাত্রীর চাপ বেড়েছে। একই সঙ্গে গাড়ির চাপও বেড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us