রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করেছে। দেশের বিভিন্ন ইলেকট্রনিক ও নিবন্ধিত জাতীয় পত্রিকার মাল্টিমিডিয়ায় কর্মরতদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার রক্ষার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে সংগঠনটি।
সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল একঝাঁক সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৫ অক্টোবর শনিবার নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকরা মিলে এই সংগঠনের আত্মপ্রকাশ করে। সভায় সভাপতিত্ব করেন আনন্দ টিভির প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো।


মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করা হয়েছে আরটিভির প্রতিনিধি মুস্তাফিজ রকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে এশিয়ান টিভির প্রতিনিধি বারিউল ইসলাম শান্তকে। সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে বাংলানিউজের প্রতিবেদক তোফায়েল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএনের রায়হান ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের আলোর মাহী ইলাহি, দপ্তর সম্পাদক দৈনিক ইত্তেফাকের তানভীরুল আলম তোহা। এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, দৈনিক কালবেলার মোহাম্মদ শামীম, দৈনিক জনকণ্ঠের মো. আল আমিন ও বাংলাদেশ টাইমসের তুহিন আলী। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

কমিটি গঠনের আগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রতিবেদকদের কনটেন্ট প্রোডাকশন নিয়ে কাজ করা বাধ্যতামূলক হয়ে গেছে। এই সংগঠনের আত্মপ্রকাশ একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available