• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:৪৩:৩৭ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

সীমান্তে অপরাধ-দমননীতি বন্ধে মিয়ানমারের প্রতি আসিয়ানের আহ্বান

২৫ অক্টোবর ২০২৫ সকাল ০৭:৫১:৫৯

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার সরকারকে অবিলম্বে সীমান্তপারের অপরাধ ও জনগণের ওপর বৈরী আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে আসিয়ান। এসব অপরাধ কেবল মিয়ানমার নয়, বরং পার্শ্ববর্তী দেশগুলো ও পুরো আসিয়ান অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

২৪ অক্টোবর শুক্রবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‌‌Extended Non-Official Consultation on the Implementation of the Five-Point Consensus বৈঠক শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরি মোহাম্মদ হাসান সাংবাদিকদের বলেন, আমরা চাই মিয়ানমার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সব পক্ষ অবিলম্বে এই পরিস্থিতি বন্ধ করুক। এটি এখন আসিয়ানভুক্ত দেশগুলোর জন্য গুরুতর সমস্যা হয়ে উঠেছে।

Ad
Ad

৪৭তম আসিয়ান সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকের অংশ হিসেবে অনুষ্ঠিত এই সভায় থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুঘিয়োনো এবং ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া থেরেসা লাজারো অংশ নেন।

Ad

মোহাম্মদ হাসান বলেন, আসিয়ান চায়, মিয়ানমার প্রশাসন নিজেদের জনগণের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা ও শত্রুতা বন্ধ করুক। সহিংসতা বন্ধ ও শান্তিপূর্ণ সংলাপ প্রতিষ্ঠাই Five-Point Consensus-এর অন্যতম ভিত্তি, যা এখনো মিয়ানমার সংকট মোকাবিলায় আসিয়ানের মূল দিকনির্দেশনা।

আসন্ন নির্বাচনে মিয়ানমারের জন্য আসিয়ান পর্যবেক্ষকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনটি অবশ্যই সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হতে হবে। আসিয়ান চায় না এমন নির্বাচন, যেখানে শুধু কিছু নাগরিক অংশ নিতে পারবে আর বাকিদের বাদ দেওয়া হবে। এই বিষয়ে নেতাদের বৈঠকেও আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারে মানবিক সহায়তা পৌঁছানো এখনো কঠিন হয়ে পড়েছে। মানবিক সহায়তা পৌঁছাতে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে, যা গভীরভাবে দুঃখজনক। আমরা মিয়ানমার প্রশাসনকে আহ্বান জানাই যেন তারা মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী নির্বাচিত জাতীয় ঐক্য সরকারকে উৎখাত করার পর দেশটি দীর্ঘ রাজনৈতিক ও মানবিক সংকটে নিমজ্জিত হয়।

ওই বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত জরুরি আসিয়ান বৈঠকে Five-Point Consensus গৃহীত হয়, যেখানে তাৎক্ষণিকভাবে সহিংসতা বন্ধ, সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।

চলমান এই সংকটই ৪৭তম আসিয়ান সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। মালয়েশিয়ার নেতৃত্বে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য সম্মেলনে মিয়ানমার ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে। সূত্র: জাগোনিউজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
দেশের বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী
২৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২:১৩








Follow Us