• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০৯:২৫:৪৫ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

ঈদে আসছে সামিনা বাশার অভিনীত চলচ্চিত্র ‘মোনা: জ্বীন-২’

১৩ মার্চ ২০২৪ দুপুর ১২:৫৩:৩৩

সংবাদ ছবি

বিনোদন প্রতিবেদক: ২০২১ সালে ‘মোনা’ নামের ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। হরর গল্পের ওয়েব ফিল্মটি নির্মাণের দায়িত্ব দেয়া হয় কামরুজ্জামান রোমানকে। পরবর্তী সময়ে জাজ জানায়, ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মোনা।

সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। আসন্ন রোজার ঈদে মোনা মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে বদলে গেছে নাম। মোনা হয়ে গেছে ‘মোনা: জ্বীন-২’।

Ad
Ad

১১ মার্চ সোমবার বিকেলে সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়।

Ad

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সামিনা বাশার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভৌতিক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ চারটি চরিত্র রয়েছে। তার মধ্যে একটি সামিনা। এই চরিত্রে আমি অভিনয় করেছি। গল্পটি দারুণ। দর্শক দেখে যেমন আনন্দ পাবেন, তেমন ভয়ও পাবেন।’

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মোনার চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারও ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে সিনেমাটির গল্প।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।

শিগগিরই সামিনা বাশার শুরু করবেন একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘বারুদ’ নামের নতুন আরও একটি সিনেমার কাজ। এছাড়া, প্রচারের অপেক্ষায় আছে তার অভিনীত Bad Ass (খারাপ গাধা) সিজন ২ নামের নাটকটি। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর। এর আগে মডেলিং ও নাটকে অভিনয় করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩





Follow Us