• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ বিকাল ০৫:৫১:২১ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমনোর ইঙ্গিত

১৮ জুন ২০২৪ সকাল ১০:০৭:৪২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকাল মিলিয়ে মোট ২০ দিনের ছুটি চলছে। ১৩ জুন থেকে শুরু হওয়া এই ছুটি আগামী ২ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

১৯ জুন বুধবার ঈদের ছুটি শেষে খুলবে অফিস আদালত। প্রথম কর্মদিবস বা দ্বিতীয় কর্মদিবসে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি  এক সপ্তাহ কমানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষা প্রশাসন।  

Ad
Ad

ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, নতুন কারিকুলামে চলতি বছরের বেশ গ্যাপ রয়েছে। শীত ও অতিগরমের কারণে এবার ১৫ দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাঁট করা হতে পারে।

Ad

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, গ্রীষ্মের ছুটি কমানোর বিষয়ে একটি প্রস্তাব রয়েছে। এখন কী করবে, সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের।

তার বক্তব্য, বাংলাদেশে আবহাওয়ার অনেক পরিবর্তন হয়েছে। গ্রীষ্মকালীন ছুটির সময় জুন-জুলাই মাসে অতি গরম থাকে। এই সময় ছুটি দেওয়া না দেওয়া সমান কথা। আমার প্রস্তাব হলো গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে তা শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা।

গত বছর শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল। বাতিল করা গ্রীষ্মকালীন ছুটি পরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:০৩:২৫

সংবাদ ছবি
ডিমলায় পিকআপের ধাক্কায় নানী-নাতনীর মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ দুপুর ০২:২৮:১৭


Follow Us