• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা পৌষ ১৪৩২ দুপুর ০২:৫৫:৩২ (18-Dec-2025)
  • - ৩৩° সে:

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

১১ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪৭:১৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ৯ দিনের মাথায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।এর আগে গত ২ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয় ১ হাজার ৬৮০ টাকা।

Ad

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৭ টাকা বৃদ্ধি পেয়েছে । ফলে ১১ নভেম্বর মঙ্গলবার থেকে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

Ad
Ad

১০ নভেম্বর সোমবার রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৫ হাজার ৭৮৪ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৭ হাজার ৭৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতনী স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৩৯ হাজার ৫৫৮ টাকায়।

বাজুস জানায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম অস্থির থাকায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়ছে। তবে সংগঠনটি জানিয়েছে, মূল্যবৃদ্ধি হলেও মান ও বিশুদ্ধতা নিশ্চিত করতে তারা কঠোর নজরদারি বজায় রাখবে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম রয়েছে অপরিবর্তিত। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
আইএসডি শিক্ষার্থীদের মহান বিজয় দিবস উদযাপন
১৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫৩:৪৪

সংবাদ ছবি
বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা, দেখে নিন তালিকা
১৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৭:২২




সংবাদ ছবি
পীরগাছায় ২ মাদক কারবারি গ্রেফতার
১৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:০২:৪৪






Follow Us