• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০২:৫০:৩৫ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

মোহাম্মদপুরে সেনা অভিযান, ৩২টি তাজা ককটেলসহ গ্রেফতার ৪

২১ অক্টোবর ২০২৫ সকাল ০৯:০৫:৪৭

সংবাদ ছবি

অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বেশ কিছু বিস্ফোরক এবং ৩২টি তাজা ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারের পর বছিলা আর্মি ক্যাম্পে সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

প্রথম ধাপে ১৮টি ও পরের ধাপে ১৪টিসহ বিস্ফোরণ ঘটানো হয় মোট ৩২টি ককটেল। আর তা নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

Ad
Ad

পরবর্তীতে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এক ব্রিফিংয়ে জানান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ৩২টি ককটেল, বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

Ad

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে সাতটি ধারালো অস্ত্র এবং তিনটি স্প্রিন্টারসহ তিন আসামিকে গ্রেফতার করে। স্প্রিন্টারগুলো দেখে সন্দেহ হলে মোহাম্মদপুর থানার সহায়তায় রাত সাড়ে ৯টায় আবারও জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে একটি বাসার দুটি কক্ষ থেকে একজনকে গ্রেফতার করা হয়। সেখানে অনেকগুলো মার্বেল, ৩২টি ককটেল ও অনেকগুলো গান পাউডার পাওয়া যায়। সেখানে ব্লেন্ডার মেশিন দিয়ে গান পাউডার মার্বেল পাথর ব্লেন্ড করে এই ককটেলগুলো তৈরি করা হয়।

তিনি আরও বলেন, অপরাধীদের নেটওয়ার্ক বেশ বিস্তৃত। আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্য ধরে মাস্টারমাইন্ডকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় সেনাবাহিনী। প্রথমে কিছু গান পাউডার উদ্ধার করে তারা। পরে আটকদের দেওয়া তথ্য অনুসারে ককটেল ও তা তৈরির আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us