• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ১২:৩৭:৩৪ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

খুলনায় প্রবাসীকে গুলি করে হত্যা

৭ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১৭:২৬

সংবাদ ছবি

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলায় সোহেল হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৬ নভেম্ব বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

Ad

নিহত সোহেল হাওলাদার ওই গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে কয়েকদিন আগে দেশে ফেরেন। নিহত সোহেল হাওলাদারের স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সোহেল হাওলাদার ওই এলাকার মৃত রুস্তম হাওলাদারের ছেলে। রাত সাড়ে ৯টার দিকে তিনি রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হন। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে বুকের বাম পাশে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আ. সবুর খান বলেন, সোহেলকে অন্তত আটটি গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

খবর পেয়ে রূপসা থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৭







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫



Follow Us