• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:৫৯:৪৭ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকেরা

২৫ অক্টোবর ২০২৫ সকাল ১১:৩১:২৩

সংবাদ ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বর্ষার পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাঠজুড়ে নেমেছে শীতকালীন আগাম সবজি চাষের আমেজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি তৈরি, চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকেরা। ধান কাটার আগেই ফাঁকা জমিতে আগাম ফসল তুলতে কঠোর পরিশ্রম করছেন তারা।

মাঠের এক প্রান্তে ফুলকপির চারা, অন্য প্রান্তে বেড়ে উঠছে টমেটো ও বেগুন গাছ। যা দূর থেকে দেখলে মনে হয় শীতের আগমন বার্তা আগেই পৌঁছে গেছে উল্লাপাড়ার সবুজ মাঠে।

Ad
Ad

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, জমিতে চাষ করা হচ্ছে খিরা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লালশাক, পুঁইশাক, মুলা, শিম, বেগুন, মরিচসহ নানা জাতের সবজি। এর মধ্যে ফুলকপি ও টমেটো চাষে কৃষকদের আগ্রহ সবচেয়ে বেশি। আগাম জাতের এসব ফসল বাজারে আগে উঠলে ভালো দাম পাওয়া যাবে। তাই ঝুঁকি নিয়েও আগেভাগে চাষ করছেন অনেকে।

Ad

স্থানীয় কৃষক রমজান আলী বলেন, আগাম ফুলকপি লাগালে দাম ভালো পাওয়া যায়। ঝুঁকি একটু বেশি, কিন্তু লাভও তুলনামূলক বেশি। তাই ধান কাটার আগেই কিছু জমিতে সবজি লাগিয়েছি।

আরেক কৃষক সোবাহান ইসলাম জানান, বাজারে এখনো শীতের সবজি কম, তাই আগে লাগাতে পারলে কেজিপ্রতি ৫-১০ টাকা বেশি দামে বিক্রি করা যায়। এজন্য সবাই আগেভাগেই মাঠে নেমে পড়েছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, ২০২৫-২৬ অর্থবছরে উল্লাপাড়া উপজেলায় ১ হাজার ৫২৫ হেক্টর জমিতে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে সবজি উৎপাদনে উদ্বুদ্ধ করা হচ্ছে। আগাম চাষের জন্য মানসম্মত বীজ, পরামর্শ ও সার ব্যবস্থাপনা সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, উল্লাপাড়ার মাটি ও আবহাওয়া সবজি চাষের জন্য অনুকূল। আগাম চাষের ফলে একদিকে যেমন কৃষকরা ভালো দাম পান, অন্যদিকে স্থানীয় বাজারেও দ্রুত শীতকালীন সবজির সরবরাহ শুরু হয়। এতে এলাকায় সবজির চাহিদা মিটিয়ে আশেপাশের জেলাতেও রপ্তানি করা সম্ভব হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
দেশের বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী
২৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২:১৩








Follow Us