• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৩:৫৭ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ

২৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:১২:৪১

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যনাণ আদালত।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে কালিগঞ্জ বাজার এলাকায় মন্টু স্টোরের গুদাম থেকে লুকিয়ে রাখা প্রায় চারশত লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সয়াবিন তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত দর্শক ও ক্রেতাদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

Ad
Ad

দোকানের মালিককে পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ২০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া লুকিয়ে রাখা তেলের খোঁজে বাজারের প্রায় ১০টি গুদামে তল্লাশি চালানো হয়।

Ad

এছাড়া শুভাঢ্যা গার্লস স্কুল এলাকায় অনুমোদনহীন বেকারিতে অভিযান চালানো হয়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে কারখানার লোকজন পালিয়ে যায়।

কারখানা থেকে অননুমোদিত রঙ, নষ্ট গুড়সহ পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪০ কেজি বেকারি পণ্য জব্দ করা হয়। পরে কারখানার ম্যানেজার শরিফ উদ্দিনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে পণ্যগুলো ধ্বংস করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।

গণমাধ্যমকে তিনি জানান, ‘কেরানীগঞ্জের যেখানেই খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো হবে, সেখানেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩











Follow Us