• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:০৬ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

বাকৃবিতে বাংলাদেশে বৃহৎ পরিসরে ফুড ফর্টিফিকেশন কর্মশালা

১৪ আগস্ট ২০২৫ সকাল ১০:০৭:০২

সংবাদ ছবি

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগার (PMHCL) এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশন (GAIN) এর যৌথ আয়োজনে ‘বাংলাদেশে বৃহৎ পরিসরে ফুড ফর্টিফিকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট বুধবার সকাল ১১টায় বাকৃবির কৃষি অনুষদীয় কনফারেন্স রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিষয়টি জানিয়েছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

Ad
Ad

কর্মশালায় প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. আমির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

Ad

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে বৃহৎ পরিসরে খাদ্য-সুরক্ষা এবং অংশীদারদের মধ্যে সহযোগিতার পরিধি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশন (GAIN) এর সাথে যৌথভাবে করতে প্রস্তুত আছে। একটি সুস্থ জাতি গঠনে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক এগ্রিকালচার সেন্টার এর পরিচালক ড. মো.হারুনুর রশিদ এবং গেইনের বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর ড. রুদাবা খন্দকার। অনুষ্ঠিত কর্মশালায় 'বাংলাদেশে বৃহৎ পরিসরে ফুড ফর্টিফিকেশন এবং অংশীদারদের মধ্যে সহযোগিতার পরিধি' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব।

'অন্যান্য দেশে ফুড ফর্টিফিকেশন বিষয়ক ব্যবস্থাপনা' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জিএআইএন এর প্রকল্প ব্যবস্থাপক মো. আবুল বাশার চৌধুরী। কর্মশালায় প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. মাহমুদুল আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ।

জানা যায়, কর্মশালায় ফুড ফর্টিফিকেশন সম্পর্কিত একটি সেন্টার স্থাপনের সমীক্ষা যাচাইকরণ যাতে বাংলাদেশের জাতীয় ফুড ফর্টিফিকেশনের অংশ হিসেবে কৌশলপত্র প্রণয়ন, খাদ্যমান নিয়ন্ত্রণ, বাজার তদারকিকরণ এবং দেশের চাহিদা অনুযায়ী যুগোপযোগী ফুড ফর্টিফিকেশন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ, গবেষণাগার সুবিধাদি প্রণয়ন ইত্যাদি আলোচনা করা হয়েছে । এছাড়াও কর্মশালাটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মোটিভেশন এর মাধ্যমে দেশের পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে সাহায্য করবে যা অপুষ্টিজনিত রোগ বালাই দূরীকরণেও সাহায্য করবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩











Follow Us