• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:৫০:৫০ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইবিতে হচ্ছে জুলাই-আগস্ট সংগ্রশালা

৫ জুলাই ২০২৫ সকাল ১০:০৪:৪২

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই-আগস্ট বিপ্লবকে স্মরণ রেখে মাসব্যাপী বর্ষপূর্তি পালনে ‘লাল ব্যাচ’ পরিধান, সংগ্রহশালা উদ্বোধন ও ডকুমেন্টারি প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে আগামী ১২ জুলাই দুপুর ১২টায় ‘জুলাই-আগস্ট সংগ্রহশালা’ উদ্বোধন করা হবে।

গত ২ জুলাই বুধবার জুলাই-আগস্ট বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির প্রথম সভায় এসব কর্মসূচিসমূহ গৃহীত হয়। এসময় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে সভায় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামসহ কমিটির বিভিন্ন পর্যায়ের ২৬ জন সদস্য উপস্থিত ছিলেন।  

Ad
Ad

গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ‘লাল ব্যাচ’ পরিধান, ১৬ জুলাই বেলা ১১টায় শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে ইবি স্কুলের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন ও বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান, ২ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ক্লাস চলাকালে অনুষদ ভবনের নিচে জুলাই-আগস্ট আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন করা।

Ad

এছাড়া ৩ আগস্ট সকাল ১০টায় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সংহতি দিবস উপলক্ষে আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও দুপুর ১২টায় প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন, ওইদিন সন্ধ্যা ৬টা থেকে ৬ আগস্ট ভোর ৬টা পর্যন্ত মেইন গেট, প্রশাসনিক ভবন, ভিসির বাসভবন, প্রশাসন ভবনের সামনের চত্বর ও আবাসিক হলসমূহে লাল সবুজ আলোকসজ্জায় সজ্জিতকরণ, ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজি, ৫ আগস্ট  সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

উল্লেখ্য, এর আগে ২ জুলাই আহত শিক্ষার্থীদের আর্থিক সহয়তা প্রদান করেন উপাচার্য। উপরোক্ত কর্মসূচির বাইরে বিভাগ ও হলসমূহ প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করতে পারবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
গাজীপুর সাফারি পার্কে আর কোনো জিরাফ নেই
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৭:০০





সংবাদ ছবি
ঝিনাইদহে আলেমদের সঙ্গে বিএনপির মতবিনিময়
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৭:১৪


সংবাদ ছবি
সত্যের পথে বিএনপি অটল : ফয়জী
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৭:৩৬


Follow Us