• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০১:০৫:৫৮ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

গবিতে ইন্টার্ন ডাক্তারদের মাঝে সার্জিক্যাল কিটবক্স বিতরণ

৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০৮:৩২

সংবাদ ছবি

গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অষ্টম ব্যাচের ইন্টার্ন ডাক্তারদের মাঝে সার্জিক্যাল কিটবক্স (যন্ত্রপাতি) বিতরণ করা হয়েছে। 

৩ অক্টোবর বৃহস্পতিবার অনুষদের ডিন অফিসে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষদের ডিন ও ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম খান।

Ad
Ad

এসময় তিনি শিক্ষার্থীদের সুদূরপ্রসারী ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করে বলেন, ‘কিটবক্সটি দেওয়ার উদ্দেশ্য হলো, বর্তমানে যাতে তারা একাডেমিক জ্ঞানকে ব্যবহারিকভাবে কাজে লাগাতে পারে এবং ভেটেরিনারিয়ানদের ‘Day one Skild’ অর্থাৎ গ্রাজুয়েশন শেষ হওয়া মাত্র যাতে তারা তাদের কর্মস্থলে যোগদান করতে পারে ও কিটবক্সেটির যাতে যথাযথ ব্যবহার হয়, এই প্রত্যাশা করি।’

Ad

কিটবক্স বিতরণের বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, বর্তমানে ভেটেরিনারি পেশা আরো সুদূরপ্রসারী হচ্ছে৷ শিক্ষার্থীদের ফাস্ট ডে স্কিল, ওয়ান হেলপ, এন্টিমাইক্রোবিয়াল সেনসিটিভিটি, ফিল্ড ওয়ার্কিং এক্সপেরিয়েন্সে দক্ষ হতে হবে।

এ সময় ইন্টার্ন ব্যাচের দায়িত্বরত শিক্ষক প্রভাষক ডা. মোছা. নাছরিন বানু, প্রভাষক ডা. সাবরিনা ফেরদৌস এবং প্রভাষক ডা. মো. মেহেদী হাসান সহ এনিমেল প্রোডাকশন বিভাগের প্রধান ডা. রুকনুজ্জামান, প্রি-ক্লিনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ডা. সজিবুর রহমানসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ দিন ইন্টার্ন ডাক্তারদের অর্ধ-বার্ষিক মৌখিক  পরীক্ষা ও দ্বিমাসিক ইন্টার্ন ভাতা প্রদান করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এবং ব্যবহারিক কাজ কতটা সাদৃশ্যপূর্ণ সে বিষয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের সমস্যা, ব্যবহারিক জ্ঞান ও কাজের দক্ষতা বিষয়েও  জানার চেষ্টা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us