• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:২৪:০২ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

হাবিপ্রবিতে ভোক্তা অধিকারের অভিযানে দুই হোটেলকে জরিমানা

১৬ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:০৪:২০

সংবাদ ছবি

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন বাঁশেরহাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে।

১৫ সেপ্টেম্বর রোববার বিকেল ৪টায় কনজুমার ইউথ বাংলাদেশ (CYB) ও প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহার সহায়তায় এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

Ad
Ad

অভিযান পরিচালনার সময় খাবারের সাথে রং মেশানোর কারণে সাদিক হোটেল এবং মুসলিম হোটেল মালিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad

অভিযান পরিচালনা শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, আমাদের কাছে কয়েকদিন থেকে অভিযোগ আসছিলো ছাত্রদের পোকা-মাকড়সহ খাবার সরবরাহ করা হচ্ছে। এরই প্রেক্ষিতে এখানে এসে আমরা দুটি হোটেলে অভিযান পরিচালনা করি। এখানে যেই বিষয়টি সামনে আসে তা হলো, তারা কৃত্রিম রং ব্যবহার করে মিষ্টি, সস ইত্যাদি তৈরি করছে। এর জন্য তাদেরকে সতর্কতামূলক ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সাথে একটি ফার্মেসিকে সতর্ক করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার কারণে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা বলেন, ছাত্রদের বিভিন্ন সমস্যার মধ্যে খাবারের হাইজিনিটি নিয়ে সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেলগুলোর খাবারে মৃত তেলাপোকা এবং পোকামাকড় পাওয়ার একটি ছবি আমাদের কাছে আসে। এই আলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যগত দিক ভালো থাকুক এটা আমরা চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যগত নিরাপত্তায় আমরা নিয়মিত এসব হোটেল তদারকির আওতায় আনবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:০৩:২৫

সংবাদ ছবি
ডিমলায় পিকআপের ধাক্কায় নানী-নাতনীর মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ দুপুর ০২:২৮:১৭







Follow Us