• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৪:১৩ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

গোমস্তাপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

১৬ জুলাই ২০২৩ দুপুর ০১:২১:১৩

সংবাদ ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে ১৭ ঘন্টার মধ্যে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

১৫ জুলাই শনিবার দুপুর বেলা সাড়ে ১২ টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গোমস্তাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের হেফাজতে থাকা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- গোমস্তাপুর উপজেলার নুনগোলার আনিসুজ্জামান চিন্টুর ছেলে মো. সাগর আহমেদ, একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. মোরসালিন হক ও কেডিসি পাড়ার জমিরুলের ছেলে জনি।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান।

জানা যায়, ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় রহনপুর থেকে বাজাজ প্লাটিনা ১০০ সিসির ১টি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এঘটনায় গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী। পরে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমানের নির্দেশে থানার সঙ্গীয় ফোর্স চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোর শনাক্তের অভিযান শুরু করেন। শনিবার দুপুর মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ওসি মাহবুবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩











Follow Us