ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন দেয়ার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব।

২০ ডিসেম্বর শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১৪।


গ্রেফতাররা হলেন, লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মিরাজ হোসেন আকন (৪৬)।
র্যাব জানায়, দিপু চন্দ্র দাশকে পিটিয়ে হত্যার ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপুকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেয়ার চেষ্টা করে।
এ ঘটনায় শুক্রবার ভালুকা থানায় নিহতের ভাই বাদি হয়ে মামলা করেন। পুলিশ জানায়, নিহত দিপু চন্দ্র দাশের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available