• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:৩৪:৩৮ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান

১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৮:২২

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

Ad

১৯ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Ad
Ad

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, জেলা জাসাসের সভাপতি মো. কামাল উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, “সারাদেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। রাঙ্গামাটিতেও বিএনপির পক্ষে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান বিজয়ী হবেন।

মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে বিএনপির নির্বাচনী তৎপরতা আরও জোরদার হলো বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us